Health science platform

 Health-science প্লাটফর্মটি স্বাস্থ্য বিষয়
ক নানা টিপস, ধারণা, রোগ, প্রতিকার ইত্যাদি সমন্বিত এক অনন্য প্লাটফর্ম। 

 যেকোনো ব্যক্তির স্বাস্থ্য বিষয়ে কিছু বেসিক বা সাধারণ  জ্ঞান থাকা জরুরি। এই প্লাটফর্মটি উক্ত বিষয়াবলি সংক্ষেপে, সহজে ও সাবলীলভাবে ব্যাখ্যা দেয়ার প্রয়াসে নির্মিত। এর সাথে বৈজ্ঞানিক কারণও উল্লেখ করে সাধারণ একজন মানুষকে সচেতন ও বুদ্ধিদীপ্ত করাও আমাদের উদ্দেশ্য।


নিজের দেহ বা জীবন সম্পর্কে অপরিহার্য কিছু বিষয় না জানলেই নয়। ক্ষেত্রবিশেষ নানা রোগ, সমস্যা সম্পর্কে অসচেতনাই আরো বিরাট কোনো বিপর্যয় নিয়ে আসে। বায়োলজি বা জীববিজ্ঞানের কিছু ব্যাসিক বিষয় সকলেই জানা একান্তই বাঞ্জনীয়। তাছাড়াও দৈনন্দিন জীবনে ফল-ফলাদি, মসলা কিংবা ভেজষের গুণাগুও আমাদের আলোচ্য বিষয়। অর্থাৎ আপনার স্বাস্থ্য বিষয়ক যেকোনো বিষয়ে সম্বন্ধে আপনাকে  অবহিত করতে এই প্লাটফর্মটি নিবেদিত।

এই প্লাটফর্মে যে তথ্য বা আলোচনা বিশ্লেষণ করে দেয় তা সম্পূর্ণ সঠিক, নির্ভুল ও বিশ্বাসযোগ্য। যথেষ্ট গবেষণা করে সঠিক তথ্যাবলি এখানে আমরা দিয়ে থাকি। 


স্বাস্থ্য বিষয়ক টিপস ও করণীয় বিষয়াদি ব্যাখ্যার সাথে বায়োলজির কিছু ইন্টারেস্টিং( interesting) বিষয়ও ব্যাখ্যা করে এ প্লাটফর্ম। এসব ইন্টারেস্টিং বিষয়ের সাথে সবাই কম-বেশি  পরিচিত। তবে এর সায়েন্টিফিক কারণ ও বিস্তারিত তথ্য দেয়া হয় এই Health-Science platform এ।

Health Science logo