ডায়রিয়া ও আমাশয়ের মধ্যে মূল তফাৎ জানেন কি?(diarrhoea and dysentery)

 

ডায়রিয়া ও আমাশয়ের পার্থক্য কোথায়, difference between dysentery and diarrhoea,আমাশয় কত প্রকার ও কি কি,ডায়রিয়া কত প্রকার ও কি কি
এই ছবিতে ডায়রিয়া এবং আমাশয়ের মূল পার্থক্য দেখানো হয়েছে।
difference between diarrhoea and dysentery 
Health science 

ডায়রিয়া এবং আমাশয় অতি পরিচিত দুটি রোগের নাম। সচারাচর শোনা যায়, এই রোগে আক্রান্ত হতে। যদিও এটি কোনো রোগ নয়, এগুলো অন্যান্য রোগের উপসর্গ(Symptom) হিসেবে দেখা যায়। 

আমাশয় ও ডায়রিয়ার মধ্যে পার্থক্য বিদ্যমান। খুবই সাধারণ একটি পার্থক্য আছে যা দেখে এই দুটির পার্থক্য করা যায়। 

ডায়রিয়া হচ্ছে যখন অতিরিক্ত প্যারিস্ট্যালসিসের কারণে দৈনিক তিনবার বা তার অধিক পাতলা পায়খানা বা Watery stool পায়ুপথে যায়। এবং এর পরিমাণ হবে ২০০ গ্রামের অধিক। 

যখন এই পায়খানার সাথে মিউকাস ও রক্ত যাবে তখন তা হবে আমাশয়। 

অর্থাৎ আমাশয় এবং ডায়রিয়ার মূল পার্থক্য হচ্ছে পায়খানার সাথে রক্ত যাবে আমাশয়ে, ডায়রিয়াতে তা যাবে না। 


ডায়রিয়া এবং আমাশয়ের মধ্যে পার্থক্য? (difference between diarrhoea and dysentery) 

1. মূল পার্থক্য তো পূর্বেই বলা হয়েছে। 

২. ডায়রিয়াতে সাধারণত মলে পানি বেশি থাকে, আমাশয়ে থাকে না।

৩. আমাশয়ের মূল কারণ হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট দ্বারা পরিপাকনালি প্রধানত অন্ত্র বা intestine এ ইনফেকশন হওয়া। যার ফলে intestine এ রক্ত ক্ষরণ হয়ে তা মল দিয়ে এসে পড়ে। 

ডায়রিয়ার কারণও ব্যাকটেরিয়া, ভাইরাসের কারণে হতে পারে। তবে এর অন্যান্য কারণও আছে। যেমন- celiac disease, অতিরিক্ত পেরিস্ট্যালসিস, Travelers diarrhoea, ইত্যাদি। 


৪. আমাশয় ছড়ানোর ব্যাকটেরিয়া হচ্ছে সিগেলা, অ্যান্টামোয়েবা হিস্টোলাইটিকা প্যারাসাইট( entamoeaba histolytica. অন্যদিকে ডায়রিয়া বাংলাদেশে রোটা ভাইরাসের কারণে অধিক ছড়ায়। এছাড়াও আরো অনেক ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যামিবা ডায়রিয়া ছড়ায়। 


৫. আমাশয় ডায়রিয়া অপেক্ষা অধিক মারাত্মক, কারণ এক্ষেত্রে মলে রক্ত যায়। 

৬. ডায়রিয়ার চিকিৎসা হিসেবে Oral rehydration saline দিতে হয়। তবে আমাশয়ের চিকিৎসার জন্য ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক দেয়াই যথেষ্ট। 

ডায়রিয়া ও আমাশয়ের পার্থক্য কোথায়, difference between dysentery and diarrhoea,আমাশয় কত প্রকার ও কি কি,ডায়রিয়া কত প্রকার ও কি কি
আমাশয় এবং ডায়রিয়ার তফাত বা পার্থক্যের ছবি। 
স্বাস্থ্য পরামর্শ by health science 


৭. ডায়রিয়া ছড়ায় পানি এবং খাদ্যের মাধ্যমে, একজন ব্যক্তি যদি অপর ব্যক্তির সংস্পর্শে আসে তাহলে, তবে আমাশয় মলের মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা বেশি। 

৮। এছাড়াও ডায়রিয়ার প্রকারভেদ এবং আমাশয়ের প্রকারভেদেও রয়েছে ভিন্নতা। ডায়রিয়ার ক্ষেত্রে অনেক সময় solute, fat ইত্যাদি পায়ুপথ দিয়ে যেতে পারে। কিন্তু আমাশয়  তখনই বলা হয় যখন রক্ত যাবে মল দিয়ে। 

আমাশয়ের প্রকারভেদ মূলত ২ টা, 

অ্যামিবার মাধ্যমে ছড়ালে তা অ্যামিবয়িক আমাশয়, 

এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ালে তা ব্যাকটেরিয়াল আমাশয়। 

ডায়রিয়ার অবশ্য অনেক প্রকারভেদ-

১. সময়ের ওপর ভিত্তি করে-

Acute -( ২ সপ্তাহের বেশি থাকলে তবে ৪ সপ্তাহের কম)

chronic( ৪ সপ্তাহের বেশি থাকলে)

২. পরিমাণের ওপর ভিত্তি করে

small volume - যদি মলের পরিমাণ কম হয়

large volume- যদি মলের পরিমাণ বেশি হয় 

৩. প্যাথোলজির ওপর ভিত্তি করে

secretory- যখন প্রচুর ইলোকট্রোলাইট মলের মধ্য দিয়ে যায় 

osmotic- osmotic solute যদি বেশি যায়। 

complex- উপরের দুটি যখন একই সাথে আসে। অর্থাৎ osmotic এবং secretory একইসাথে 

৪. মলের অবস্থা বা character এর ওপর ভিত্তি করে-

১. ফ্যাট যেতে পারে. (fatty)

২. রক্ত যেতে পারে, তখন তা আমাশয়।(dysentery)

৩. অতিরিক্ত পানি যেতে পারে।( watery)

৪. মল যাওয়ার সাথে প্রদাহও হতে পারে( inflammatory) 


Post a Comment

0 Comments