যা দেখে সহজেই বুঝবেন আপনার আমাশয় হয়েছে(লক্ষণ,কারণ ও চিকিৎসা)

 আমাশয় অতি প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত খুবই প্রচলিত(common) একটি রোগ হিসেবে পরিচিত। আমেরিকার মতো উন্নত দেশে প্রতি বছর সাড়ে ৪লক্ষ থেকে ৫ লক্ষ মানুষ আমাশয়ে ভুগে। 

তাহলে বুঝাই যাচ্ছে যে যেসব দেশে হাত ধোয়ার অব্যবস্থাপনা(poor sanitation) রয়েছে সেসব দেশে আমাশয় কত বেশি মানুষদের আক্রান্ত করছে। প্রতি বছর প্রায় ১৭০ কোটির কাছাকাছি মানুষ বিশ্বে আমাশয়ে রোগে ভোগে। 

আমাশয় হওয়ার কারণ( Causes of dysentery) 

আমাশয় বা dysentery হচ্ছে মলের সাথে আম( মিউকাস) এবং রক্ত যাওয়া। 

এটা হয় মূলত ব্যাকটেরিয়া( সিগেলা) দ্বারা অন্ত্রে বা পরিপাকনালির অন্য কোথাও ইনফেকশন হওয়া। ইনফেকশনের কারণেই রক্তক্ষরণ হয় এবং তা মলের সাথে বেরিয়ে আসে। যেহেতু রক্তক্ষরণ হয় তার সাথে পেটে ব্যাথা, বমি বমি ভাব, জ্বর, পাতলা পায়খানা ইত্যাদি তো থাকেই। 

ডায়রিয়াতেও পাতলা পায়খানা থাকে, তবে আমাশয়ের সাথে এর কিছু তফাৎ আছে। 

এছাড়াও অ্যামিবা বা প্যারাসাইট( entamoeba histolytica) দ্বারাও একই ঘটনা ঘটতে পারে। 

এখন যেসব কারণে এই ইনফেকশন ঘটে সেসব কারণই হচ্ছে আমাশয়ের কারণ। 

১. যেসব এলাকায় পানি বিশুদ্ধ করার প্রক্রিয়ায় ভেজাল রয়েছে সেসব এলাকায় দূষিত পানি খেয়ে পেটে সমস্যা হয়ে আমাশয় হতে পারে। 

২.বাথরুমে যাবার পর হাত না ধুলে। 

৩. খাবার বানানোর সময় ব্যক্তি যদি অপরিষ্কার পরিবেশে খাবার তৈরি করে যাতে খাদ্য দূষিত হয়। 

৪. আমাশয়ে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে। 

আমাশয় রোগের এন্টিবায়োটিক,ঔষধ,চিকিৎসাও ট্যাবলেট,আমাশয় সরানোর উপায়, আমাশয় হওয়ার লক্ষণ ও কারণ,রোগ নির্ণয়, আমাশয় রোগীর খাদ্য তালিকা,dysentery in bangla
আমাশয় রোগের কারণ, আমাশয় রোগ কেন হয় তার ছবি 
causes of dysentery by
Health science  


আমাশয়ের প্রকারভেদ( classification of dysentery) 

দুইভাগে ভাগ করা যেতে পারে 

১. bacterial dysentery 

সিগেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে যে আমাশয় হয়। 

2. Ameboeal dysentery

অ্যান্টামোয়েবা হিস্টোলাইটিকা অ্যামিবার আক্রমণের দরুণ যে আমাশয় হয়


আমাশয় হলে সহজে বুঝবেন কিভাব/ আমাশয়ের লক্ষণ( symptoms of dysentery) 

সংজ্ঞা অনুসারেই আমাশয়ের ক্ষেত্রে মলের সাথে রক্ত যাবে। এটাই হচ্ছে সবচেয়ে সহজ এবং একমাত্র উপায় যে শনাক্ত করা ;আপনার আমাশয় হয়েছে। তার সাথে অন্যান্য আরো কিছু লক্ষণ বা উপসর্গ দেখতে পাবেন

  • জ্বর থাকবে
  • পাতলা পায়খানা হবে
  • পেটে ব্যাথা হবে( stomach upset)
  • বমি বমি ভাব, ক্ষেত্রবিশেষ বমি হবে
  • শরীরে পানি কমে যাবে, তাই dehydration হবে 
  • এছাড়াও আমাশয় যদি চিকিৎসা করা না হয় তাহলে দেহে ইলেকট্রোলাইট কমে যাবে এবং গুরুত্বপূর্ণ কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। 
আমাশয় রোগের এন্টিবায়োটিক,ঔষধ,চিকিৎসাও ট্যাবলেট,আমাশয় সরানোর উপায়, আমাশয় হওয়ার লক্ষণ ও কারণ,রোগ নির্ণয়, আমাশয় রোগীর খাদ্য তালিকা,dysentery in bangla
আমাশয় রোগের লক্ষণ, আমাশয় হলে যেসব লক্ষণ দেখে বুঝ যাবে
Symptoms of dysentery 
Health tips 


আমাশয় রোগের ঔষধ, চিকিৎসা (Medicine and treatment for dysentery)

একজন ব্যক্তির আমাশয় রোগ হলে তার সঠিক রোগ নির্ণয়ের জন্য চিকিৎসক মল পরীক্ষা করে থাকে। মলে কোন ধরনের ব্যাকটেরিয়া আছে, বা অ্যামিবার কারণে আমাশয় হয়েছে কিনা সেটা দেখা হয়। 
তারপর ডাক্তার ঔষধ প্রেস্ক্রাইব করে থাকে। 
ক্ষেত্রবিশেষ ডাক্তার সিগময়েডস্কোপি করে থাকে যার সাহায্যে সিগময়েড কোলনের অবস্থা দেখা যায়। 

এখন যদি অ্যামিবার কারণে ইনফেকশন হয় তাহলে মেট্রোনিডাজল( metronidazole) ডাক্তার দিয়ে থাকে। আর যদি ব্যাকটেরিয়ার কারণে আমাশয় হয়ে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক দেয়া হয়ে থাকে। 
আবার bismuth subsalicycte দেয়া হয় বমি বমি ভাব দূর করার উদ্দেশ্যে। 

আমাশয় রোগ হলে করণীয়( Measures to be taken after dysentery)

রোগ হলে অবশ্যই ডাক্তার দেখিয়ে তার দেয়া অনুযায়ী ঔষধ সেবন জরুরি। প্রাথমিক চিকিৎসা হিসেবে বিশ্রামে থাকা, ফ্লুইড গ্রহণ, ফল খাওয়া, ডিহাইড্রেশন হলে IV fluid গ্রহণ। 
আবার মাত্রাতিরিক্ত পর্যায়ে আমাশয় চলে গেলে যদি রক্ত দেহ থেকে কমে যায়, তাহলে রক্ত শিরার মাধ্যমে প্রবেশ করাতে হবে। 

আমাশয় রোগীর খাদ্য তালিকা

আমাশয় রোগীকে এমন সব খাদ্য দিতে হবে যা অন্ত্রে প্রদাহ বা irritation ঘটাবে না এবং তা রোগটিকেও কিছুটা প্রশমিত করবে। 

১. ফ্লুইড জাতীয় খাবার

ফলের জুস, পানি, চা, শরীর থেকে বেশি পানি কমে গেলে বা বেশি ডায়রিয়া হলে স্যালাইন দেয়া। 

২. সিদ্ধ খাবার

সিদ্ধ আলু, সাদা ভাত এবং নুডুলস জাতীয় খাবার শক্তি দিবে এবং পরিপাকনালিতে প্রদাও সৃষ্টি করবে না। 
৩. শাকসবজি জাতীয় খাবার যা ভালোভাবে রান্না হয়েছে, এছাড়াও গাজর, লাউজাতীয় খাবার দেওয়া যেতে পারে।
৪. ফ্যা্টি, spicy জাতীয় খাবার পরিহার। 
৫. ভাত, কলা ইত্যাদিও গ্রহণ করা যেতে পারে।

আমাশয় রোগের এন্টিবায়োটিক,ঔষধ,চিকিৎসাও ট্যাবলেট,আমাশয় সরানোর উপায়, আমাশয় হওয়ার লক্ষণ ও কারণ,রোগ নির্ণয়, আমাশয় রোগীর খাদ্য তালিকা,dysentery in bangla
আমাশয় রোগীর খাদ্য তালিকার ছবি 
আমাশয় হলে যসব খাবার খেতে হবে 
foods should be taken in dysentery 
স্বাস্থ্য পরামর্শ 


Post a Comment

0 Comments